- বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার
- ধাক্কা মারলে রাস্তায় লুটিয়ে পড়ের বিমলা দেবী
- শোকের ছায়া নেমে আসে বিমলা দেবীর পরিবারে
ইসলামপুর , ১৬ জুলাই : বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার বলে অভিযোগ।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কাচিমোয়া এলাকায়।মৃত মহিলার নাম বিমলা দাস (৫৪)।বাড়ি মালঞ্চার ছাতিয়ান গ্রামে।
জানাযায় এদিন বিমলা দাস কাচিমোয়া হাটে যাবার জন্য বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন।সেই সময় পিছন থেকে একটি বাইক নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারলে রাস্তায় লুটিয়ে পড়ের বিমলা দেবী।সেখানেই তিনি ধ্যান হারান ও তার নাক মুখ থেকে রক্ত বেরনো শুরু হয়।তড়িঘড়ি এলাকাবাসীরা রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে।চিকিৎসা শুরু হতেই মৃত্যু হয় বলে খবর।এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে বিমলা দেবীর পরিবারে।ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ নিজেদের হেপাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করে।