শিলিগুড়ি , ১৪ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত হাউজিং ফর অল প্রকল্পের উপভোক্তারা তৃতীয় কিস্তির টাকা পেয়ে গেছে এবং লাস্ট কিস্তির টাকা পাওয়া শুরু হয়ে গিয়েছে । বিভিন্ন ওয়ার্ডে এই সুবিধে পাচ্ছেন প্রায় ১২৮৭ জন উপভোক্তা । ২০১৮-২০১৯ বর্ষে যেই উপভোক্তারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হবে ইনডোর স্টেডিয়ামে । এই সচেতনতা শিবিরে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । আজ জল বিভাগের মেয়র পারিষদ এমনটাই জানালেন । তিনি আরও বলেন , চলতি মাসের ২২ তারিখে দুপুর ২টায় এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে।