শিলিগুড়ি, ২৭ অগাস্ট : ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ির থানার পুলিশ ।
গতকাল বিকেলে ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চয়তের অন্তর্গত চ্যাংরাবান্ধা এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে , ওই এলাকারই ১৩ বছরের এক নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়ি যাওয়ার সময় প্রতিবেশী গোবিন্দ রায় নামে এক ব্যাক্তি তাকে একা পেয়ে অন্যত্রে ডেকে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে বলে অভিযোগ।
ঘটনার পরেই নাবালিকার পরিবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এনজেপি থানায় লিখিত মামলা দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রে অভিযুক্ত কে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ । আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।