শিলিগুড়ি , ২৪ জানুয়ারী : শিলিগুড়ি মহকুমার ভীমবার থেকে অবৈধ পাথর বোঝাই ট্রাক সহ এক জনকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ
রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভীমবারে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি পাথর বোঝাই ট্রাক আটক করে । চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে কিন্তু চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তাই চালককে গ্রেপ্তার করা হয় । অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ।
ধৃতের নাম সাহিল আকতার আশরাফি (১৮) । সে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা । ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , যে অবৈধ বালি পাথরের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।