মালদা, ১০ জনুয়ারী : গোপনসূত্রে অভিযান চালিয়ে কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের হাজিপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । বুধবার বনধকে ঘিরে সুজাপুরে নয়মৌজা এলাকায় হামলার ঘটনার পিছনে ধৃত এই দুষ্কৃতী জড়িত রয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য শুক্রবার মালদা আদালতে আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ মইদ শেখ । তার কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতের বাড়ি সুজাপুর হাজিপাড়া এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে ওই ব্যক্তির বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রাখার খবর পেয়ে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। এরপর তাকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।