শিলিগুড়ি , ৪ ডিসেম্বর : রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় আবার কড়া বিধি নিষেধ জারি করেছে রাজ্য সরকার । বিধি নিষেধে রাজ্যের সমস্ত সাফারি পার্ক এবং পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে । আর এতেই মাথায় হাত পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত উত্তরবঙ্গের ট্যুর অপারেটরদের । মরশুমে পর্যটকদের ভিড়ে ঠাসা ছিল পর্যটন কেন্দ্র গুলি । কিন্তু এই ঘোষণার পর সেই ভিড় এক ধাক্কায় প্রায় পর্যটক শূন্য অবস্থায় ।
রাজ্যের বিধি নিষেধের জেরে প্রায় সমস্ত বুকিং বাতিল। এই মুহূর্তে সে সমস্ত পর্যটক রয়েছে তারাও বাড়ি ফেরার পথে । সব মিলিয়ে আবারও চরম ক্ষতির মুখে পড়তে চলেছে পর্যটন ব্যবসায়ীরা । তাই উত্তরবঙ্গের এই শিল্প যাতে বাঁচে এই আবেদন নিয়ে এবার মুখ্যমন্ত্রী মন্ত্রীর দ্বারস্থ হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ইস্টার্ন হিমালয়া ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন । সংগঠনের তরফে মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বলা হয় পর্যটন কেন্দ্র গুলি যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ৫০% শতাংশ পর্যটকদের নিয়ে খোলা যায় তার আবেদন জানিয়ে ৫ জেলার জেলাশাসকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠাবে।
সংগঠনের সম্পাদক সন্দীপন ঘোষ বলেন , উত্তরবঙ্গে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত রয়েছে কয়েক লক্ষ মানুষ । যাদের এই শিল্পের মাধ্যমে রুজি রুটি চলে । তবে এই বিধিনিষেধে প্রচুর মানুষের রুজিরুটিতে টান পড়বে । যেখানে শপিংমল সিনেমা হল সব ক্ষেত্রেই ৫০% লোক নিয়ে খোলা থাকছে । সেখানে পর্যটন কেন্দ্রগুলি ৫০% পর্যটক নিয়ে খোলা হোক।