মাদারিহাট , ৯ মে : আ্যম্বুলেন্স থেকে প্রচুর পরিমাণে অবৈধ ভুটানি মদ সহ গ্ৰেপ্তার অ্যাম্বুলেন্স চালক । গতকাল রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বীরপাড়া পুলিশ একটি অ্যাম্বুলেন্সকে আটক করে ।
সেই আ্যম্বুলেন্স থেকে ৫০ কার্টন অবৈধ ভুটানি মদ বাজেয়াপ্ত করে পুলিশ । অ্যাম্বুলেন্স চালক জিতেন ডোম কে পুলিশ গ্ৰেপ্তার করে।