শিলিগুড়ি , ১১ মে : চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ । চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের প্রধাননগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার ৩ অভিযুক্ত । এইমস এ চাকরি দেওয়ার নাম করে প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ।
ধৃতদের নাম প্রকাশ তিওয়ারি , বীরেন্দ্র কুমার ও উপেন্দ্র কুমার। শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থেকে এই প্রতারণার ফাঁদ ফেলেছিল বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশের হাতে ধরা পড়ে ৩ অভিযুক্ত । বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে বিচারক মঞ্জুর করে।