শিলিগুড়ি , ১৭ মার্চ : শিলিগুড়ি সেবক রোডে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে অবৈধ কল সেন্টার চালানোর সন্দেহে পুলিশ হানা দিয়ে বাজেয়াপ্ত করল বেশ কিছু কম্পিউটার এবং মোবাইল ফোন সহ নথিপত্র । প্রসঙ্গত গত কয়েক মাস থেকে শিলিগুড়ি শহরে ক্রমাগত ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অবৈধ কল সেন্টার । মাঝেমধ্যেই পুলিশ এই সমস্ত কল সেন্টারে অভিযান চালিয়ে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছিল । ঠিক একইভাবে আজ শিলিগুড়ির থানার পুলিশ এবং পানিট্যাঙ্কি আউটপোস্ট ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি সেবক রোড ওই বেসরকারি সংস্থার কার্যালয় হানা দেয় ।
পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ওই এলাকায় অবৈধভাবে কল সেন্টার খুলেছে বেশ কিছু ব্যবসায়ী । সেই খবর পেয়েই আজ পুলিশ ওই কার্যালয়ে হানা দেয় । তবে পুলিশ এদিন হানা দিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করতে পারেনি । এদিন পুলিশ ওই কার্যালয়ে হানা দিয়ে বেশ কিছু কম্পিউটার ও খাতাপত্র বাজেয়াপ্ত করে বলে জানা গেছে । তবে ওই সংস্থার অফিসে অবৈধ কল সেন্টার চলছিল কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ ।