মালদা , ২৪ ফেব্রুয়ারী : শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় বৈঠক ।
রবিবার মালদা দুই পৌরসভার ভোট গ্রহণ । ইংরেজবাজার পৌরসভার ১৩৩ জন প্রার্থী এবং পুরাতন মালদা পৌরসভার ৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন । তার আগে বৃহস্পতিবার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা । মালদা জেলা প্রশাসনিক ভবনে কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয় । পুরসভা ভোটের পর্যবেক্ষক , রিটার্নিং অফিসার সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে ।
এদিন বিরোধী দলের প্রতিনিধিরা পর্যবেক্ষকদের সামনে ভোট লুট আটকানোর আবেদন জানান । যদিও বিরোধীদের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। দুই পৌরসভার রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো বলেন , অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সমস্ত বুথেই সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে।