আলিপুরদুয়ার , ২৪ ফেব্রুয়ারী : আলিপুরদুয়ার পুরসভার বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে মিছিলে যোগ দিতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা । আলিপুরদুয়ার বিএম ক্লাব ময়দান থেকে ফায়ার ব্রিগেড পর্যন্ত এই মিছিলে বিজেপি প্রার্থীদের সঙ্গে পায়ে পা মেলান কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা । আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে ২০ টি ওয়ার্ডেই বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী ।
মানুষ এবার দুর্নীতি মুক্ত পুরোবোর্ড দেখতে চায় । তাই লোকসভা ও বিধানসভার মতনই এবার পুর নির্বাচনে আলিপুরদুয়ারের দুটি পৌর সভাতে দু’হাত ভরে আশীর্বাদ করবে। মানুষ বিধায়ক বা সাংসদদের চেহারা নয় তাদের কাজ দেখতে চায়। তারই প্রমান আজকের এই মিছিল। জনগন বিজেপির পাশেই আছে।