আলিপুরদুয়ার , ২৫ সেপ্টেম্বর : আলিপুরদুয়ারের সলসলাবাড়ি এলাকায় চার লেনের রাস্তার জন্য জমি অধিগ্রহণ করতে এসে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের চরম উত্তেজনা ৷ অধিগ্রহণ জমিতে বসে পরে বিক্ষোভ গ্রামবাসীদের ৷ গ্রামবাসীরা জমির ন্যায্য দাম না পাওয়ায় বিক্ষোভ দেখায় ৷ আজ সকালে আলিপুরদুয়ারের এসডিপিও দেবাশীষ চক্রবর্ত্তী নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নিয়ে জমির পজিশন নিতে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৷
একের পর এক জমি খালি করার কাজ শুরু করে প্রশাসন ৷ স্থানীয় গ্রামবাসী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে ৷ চরম বচসা বাধে পুলিশের সঙ্গে ৷ পরে ব্লক প্রশাসনের কর্তারা এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ক্ষতিপূরনের সব টাকাই পাওয়ার আশ্বাস দেন ৷ পরে কাজ শুরু হলেও বিতর্কিত জমিতে কাজ থেকে বিরত থাকে প্রশাসন ৷ এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ৷