জলপাইগুড়ি , ৬ মার্চ : জাতীয় সড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার সময় এক মহিলাকে উদ্ধার করল জলপাইগুড়ির ট্রাফিক পুলিশ। রবিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির অসম মোড় সংলগ্ন তারাপাড়া এলাকায়।
উদ্ধার হওয়া ওই মহিলার নাম ভক্তি সরকার।
৩১ নম্বর জাতীয় সড়কে এসে ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানান জলপাইগুড়ির কর্তব্যরত ট্রাফিক ওসি বাপ্পা সাহা। এদিন দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত অসম মোড় এলাকায় প্রতিদিনের মতোই ডিউটি করছিলেন সদর ট্রাফিক পুলিশের ওসি বাপ্পা সাহা। ওই সময় তিনি লক্ষ্য করেন দ্রুতগতিতে ছুটে চলা যানবাহনের মাঝে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিলেন ওই মহিলা। যদিও গাড়ির চালক গতি নিয়ন্ত্রণ করে ফেলায় মৃত্যুর মুখ থেকে রক্ষা পান তিনি।
একইভাবে ফের অন্য একটি গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতেই ঘটনাস্থলে উপস্থিত থাকা সদর ওসি ট্রাফিক বাপ্পা সাহা দ্রুত ছুটে গিয়ে জাতীয় সড়ক থেকে ওই মহিলাকে রক্ষা করেন। উদ্ধার হওয়া ওই মহিলাকে নিজেদের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন আত্মহত্যার চেষ্টা করছিলেন ওই মহিলা। পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন।