কোচবিহার , ২৪ মে : কোচবিহারের মেখলিগঞ্জের নিজতরফ এলাকায় ১৭ জন যাত্রী এবং ১২৩ বস্তা বাদাম সহ তিস্তায় ডুবে যায় নৌকা । ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ রয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত ।
তিস্তার পানিয়াচর এলাকা থেকে বাদাম নিয়ে নিজতরফে আসার সময়ে মাঝ নদীতে দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়েই আসে স্থানীয়রা । গতকাল রাতেই স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সহযোগিতায় ১৬ জনকে উদ্ধার করা হয় ।