- ছুরিকাহত এক যুবক
- লিখিত অভিযোগ দায়ের
- এখনও পর্যন্ত কেও গ্রেফতার হয়নি
শিলিগুড়িঃ ফের শহর শিলিগুড়িতে এক যুবকের ছুরিকাহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।আহতের নাম মিঠু দাস (২৩)।আজ এব্যাপারে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এই ঘটনায় এখনও পর্যন্ত কেও গ্রেফতার হয়নি।
পরিবারের অভিযোগ,” মিঠুর সাথে তার এক অফিস কর্মচারীর বন্ধুত্বর সম্পর্ক ছিল।মেয়েটির নাম ঊষা খরকা ছেত্রি।কোনও কারনবশত বুধবার রাত্রে ঊষা মিঠুকে সরকার পাড়ায় তার ভাড়াবাড়িতে ডাকে।ছেলেটি ঊষার বাড়িতে যায় এবং তাদের মধ্যে কথোপকথন চলে।অভিযোগ সেই সময় মেয়েটির (ঊষা) পুরনো বন্ধু পাপ্পু ছেত্রি মেয়েটির বাড়িতে আসে এবং সেখানে মিঠুকে দেখতে পেয়ে আচমকা ঊষাকে ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করে। তৎক্ষণাৎ মিঠু মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করতে গেলে মিঠুকেও ধারালো অস্ত্রের আঘাতে জখম করা হয়।”
সুত্রের খবর মিঠুকে একটি স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়।গুরুতর আঘাতের কারণে মিঠু চিকিৎসাধীন।মেয়েটি জখম হলেও গুরুতর কোনও আঘাত পায়নি বলে খবর।পুলিশ ঘটনার সম্পর্কে তদন্ত করে দেখছে।অভিযুক্তকে এখনও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনার পেছনে কি কারন লুকিয়ে রয়েছে তার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন উঁকি দিচ্ছে।