শিলিগুড়ি , ২৬ নভেম্বর : শিলিগুড়ি জলেশ্বরী বাজারে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের । আশিঘর মোড় থেকে আমবাড়ি যাওয়ার পথে বোল্ডার বোঝাই ডাম্পার দোকানে ঢুকে গিয়ে গাড়ি থেকে বোল্ডার চাপা পড়ে আহত হন বেশ কয়েকজন । তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করে।
শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয় জন। দুর্ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশবাহিনী নামানো হয় দুর্ঘটনাস্থলে । শুক্রবার সকালে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয় এলাকাবাসীরা। রাস্তায় পাথর ফেলে পথ অবরোধে নামে। ওই পথে দ্রুতগতি গাড়ি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিকের দাবি জানাতে থাকে বিক্ষোভকারীরা।