- চাকরিতে যোগ দিতে গিয়ে আটক ৩
- জাল নিয়োগ পত্র নিয়ে চাকরিতে যোগ
শিলিগুড়িঃ- জাল নিয়োগ পত্র নিয়ে দমকল বিভাগে চাকরিতে যোগ দিতে গিয়ে আটক ৩।সোমবার সাতসকালে এই ঘটনাটি চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি শহরে৷ঘটনায় দমকল বিভাগ ওই তিন জনকে শিলিগুড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতরা হল উত্তর দিনাজপুরের বাসিন্দা বিজয় ঘোষ,ফাঁসিদেওয়া সংলগ্ন কদমতলার বাসিন্দা নারায়ন ঠাকুর ও শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা গৌতম মুখার্জি।দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে বিজয় ও নারায়ন জাল নিয়োগ পত্র নিয়ে শিলিগুড়ি দমকল কেন্দ্রে ডিভিশনাল ফায়ার অফিসারের কাছে কাজে যোগ দেওয়ার জন্য দেখা করতে যান।
এপোয়েন্টমেন্ট লেটার দিতেই তা দেখে সন্দেহ হয় ডিএফও আশিষ পুতাটুন্ডার।ততক্ষনাত তিনি দমকল বিভাগের ডিআইজি জগ মোহনকে নিয়োগপত্রর বিষয়ে জানান।এরপরই ডিআইজি তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে অভিযোগ।