খবর সময়:
লাটাগুড়িতে পূর্ত দফতরের জাতীয় সড়ক বিভাগের বাংলোয় আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরের ঘটনা। এতে একজন জখম হয়েছেন। তিনি মালবাজার হাসপাতালে ভর্তি।
লাটাগুড়ি রিসর্ট মালিক ওয়েলফেয়ার সংস্থার সম্পাদক দিব্যেন্দু দেব জানান, ভোরের দিকে কোনভাবে আগুন লাগলে অষ্টাদশ শতকে তৈরি কাঠের বাংলো দাউদাউ করে জ্বলে ওঠে। সে সময় উল্টোদিকে এসজেডিএ-এর কাজে যুক্ত কর্মীরা দেখতে পান। তখন দোতলা থেকে লাফিয়ে একজন জখম হন। তাঁকে দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।