মালদা , ৮ সেপ্টেম্বর : গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি সেভেন এমএম পিস্তল , একটি পাইপগান , ১৩ রাউন্ড কার্তুজ এবং তিনটি মোবাইল । মঙ্গলবার গভীর রাতে নারায়ণপুর এলাকা থেকেই আগ্নেয়াস্ত্র সহ ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃত ২ জন বেআইনি মাদক কারবার চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতদের নাম শাহরুখ খান এবং বদিরুদ্দিন শেখ । এদের বাড়ি কালিয়াচক থানার নারায়নপুর এলাকায় । এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ গুলি নিয়ে কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল তদন্ত শুরু করছে কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের বুধবার আদালতে পেশ করে পুলিশ।