খড়িবাড়ি , ১ এপ্রিল : নেপালে পাচারের আগে ফের মাদক সহ গ্রেপ্তার ৩ । খড়িবাড়ির উত্তর রামধন জোত এলাকায় অভিযান চালিয়ে এক ভারতীয় সহ দুই নেপালের যুবককে গ্রেপ্তার করল খড়িবাড়ি পুলিশ।
ধৃতদের কাছে থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার , নগদ ৫৫ হাজার টাকা সহ ৪ টি মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে । উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে ।