আলিপুরদুয়ার , ১৩ মার্চ : অস্ট্রেলিয়ান জাতীয় পশুকে পাচারের সময় গ্রেপ্তার দুই । অসম থেকে হায়দ্রাবাদে পাচারের সময় অসম – বাংলা সীমান্তবর্তী কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা ফাঁড়ির পুলিশ উদ্ধার করল একটি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু । সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে হায়দ্রাবাদের বাসিন্দা ইমরান শেখ ও জায়েদ শেখ কে ।
অন্ধ্রপ্রদেশ নম্বরের একটি খালি ট্রাকে ত্রিপলের নীচে খাঁচাতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল প্রাণী টি কে । সেই সময় পাকড়িগুড়ি নাকা চেকিং পয়েন্টে গাড়িটি আটক করা হয় ।তল্লাশী চালাতেই মেলে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু । তবে কি কারণে নিয়ে যাওযা হচ্ছে এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । রবিবার দুই ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করল বারবিশা ফাঁড়ির পুলিশ ।