ঘোকসাডাঙ্গা , ২৯ সেপ্টেম্বর : পারিবারিক বিবাদের জেরে ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ । ঘটনা মাথাভাঙ্গার ঘোকসাডাঙ্গার । ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মাথাভাঙা ২ নং ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় শিমুলগুড়ি সতীশের হাট এলাকায় পারিবারিক বিবাদের জেরে ছেলে তার বাবার মাথায় আঘাত করে বলে অভিযোগ ।এরপর রক্তাক্ত অবস্থায় ঘোকসাডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলে ওই ব্যক্তির পরিস্থিতি গুরুতর থাকায় কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তাকে । বুধবার ওই ব্যক্তির মৃত্যু হয় কোচবিহারের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে । মৃত ওই ব্যক্তির নাম সুবোধ চন্দ্র মিত্র । মৃত সুবোধ চন্দ্র মিত্রের ভাই রতন চন্দ্র মিত্র এ বিষয়ে আজ ঘোকসাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ গিয়ে তদন্ত এবং স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলেন । স্থানীয় সূত্রে জানা যায় , মৃতের ছেলে এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছিল । পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্তে পুলিশ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় , নেমেছে শোকের ছায়া।