মালদা , ৪ জানুয়ারী : গোপন সূত্রে অভিযান চালিয়ে চামাগ্রাম এলাকার এক দম্পতির বাড়ি থেকে দুটি উন্নত মানের মাস্কেট উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ । রবিবার গভীর রাতে এই অভিযানের আগাম আঁচ পেয়ে অভিযুক্ত ওই দম্পতি এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ । এই ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মন্টু শেখ ও সেন্টু শেখ তারা দুই ভাই পাশাপাশি বসবাস করেন । মন্টু পাশেই তার বোনের বাড়িতে থাকত । এদিন পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মন্টুর বোনের বাড়িতে অভিযান চালিয়ে দু’টি বেআইনী মাস্কেট গান উদ্ধার করে ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে , সেন্টু শেখের স্ত্রী সুকরী বিবি সুজাপুর গ্রামপঞ্চায়েত মেম্বার। যদিও এই ঘটনার পর অভিযুক্ত মন্টু শেখ সহ পরিবারের সদস্যরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
বিজেপির জেলা সহ-সভাপতি অজয় গাঙ্গুলি বলেন ,আমাদের রাজ্য নেতৃত্ব বার বার অভিযোগ করেছে এই জেলা বারুদের স্তুপে দাঁড়িয়ে রয়েছে । আর সেই কারনে সন্ত্রাস করার জন্য এই মাস্কেট আর বোমা মজুত করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।
বিজেপির এই বক্তব্যের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি বাবলা সরকার । তিনি বলেন , বিজেপির অভিযোগ ভিত্তিহীন। পুলিশ ও প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছে । আর সেই কারনে পুলিশ সেগুলি উদ্ধার করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিচ্ছে । বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করবে বলে বোমা বন্দুক পিস্তল মজুত করছে । এগুলি করে মানুষের কাছে পৌঁছনা যাবে না। মানুষ মমতা বন্দোপাধ্যায়র পাশে রয়েছে।