কুমারগ্রাম , ৪ মার্চ : অসম থেকে হরিয়ানা ও ওড়িশায় পাচারের পথে অসম বাংলা সীমান্তবর্তী বারবিশা ফাঁড়ির পুলিশ আটক করল চারটি কয়লা বোঝাই ট্রাক । এই চারটি ট্রাকের মধ্যে দু’টিতে কার্বন অর্থাৎ কয়লার গুঁড়োর আড়ালে কয়লা পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা ।
বাকি দুটি ট্রাক স্বাভাবিক ভাবেই কয়লা বোঝাই করে পুলিশ কে ফাঁকি দিয়ে পালাবার মতলবে ছিল । কিন্তু কুমারগ্রাম থানার আই সি বাসুদেব সরকারের চোখ কে ফাঁকি দিয়ে পালাতে পারেনি তারা । আইসির নির্দেশে বারবিশা ফাঁড়ির ও সি নয়ন দাস ও পুলিশ কর্মীরা ওই ট্রাক চারটি কে আটক করে । তল্লাশিতে ভেতরে থাকা অবৈধ কয়লা পাওয়া যায় । ঘটনায় মহারাষ্ট্রের দুই বাসিন্দা সহ আটক চার ট্রাক চালক । তাদের শুক্রবার আলিপুরদুয়ার আদালতে পাঠান হয়েছে।