মালদা , ১০ সেপ্টেম্বর : ফের মোটর বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুরাতন মালদা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি চোরাই মোটর বাইক এবং বেশ কয়েকটি মাস্টার চাবি। বুধবার গভীর রাতে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ডিসকো মোড় সংলগ্ন বাইপাস রোডে অভিযান চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় মোটর বাইক চুরি চক্রের যে বড় একটি দুষ্কৃতীদের দল কাজ করছে , তা অবশ্য ধৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে তদন্তকারী পুলিশ কর্তারা। ধৃতদের মালদা আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গোপাল সরকার, সুশান্ত সরকার। এদের বাড়ি গাজোল থানার দৌলতপুরে এলাকায়। এই দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি চোরাই মোটর বাইক। অপর তিন ধৃতের নাম মন্টু মিঞা, সেলিম শেখ এবং মজিবুর রহমান । এদের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। এদের কাছ থেকেও তিনটি চোরাই মোটর বাইক উদ্ধার হয়েছে।
পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, চুরি যাওয়া মোটর বাইকের ইঞ্জিনগুলি ধৃতেরা পাচারকারীদের মাধ্যমে সীমান্তের ওপারে পাচার করত। মোটর বাইকের ইঞ্জিন ভুটভুটি নৌকা চলাচলের কাজে ব্যবহার করা হয় থাকে। শুধু সীমান্তের ওপারে নয় , এপারে একাংশ নৌ-চালকদের কাছে মোটর বাইকের ইঞ্জিনের চাহিদা রয়েছে । আর সেজন্যই মালদায় মোটর বাইক চুরি চক্রের একটি বড় চক্রের দৌরাত্ম্য ক্রমশ বেড়েছে বলে অভিযোগ।
পুরাতন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, মোটর বাইক চুরি চক্রের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। উদ্ধার হয়েছে বেশকিছু চোরাই মোটর বাইক। এই ধরনের অপরাধমূলক ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।