আলিপুরদুয়ার , ৮ এপ্রিল : অসমের গুয়াহাটি থেকে দিল্লি পাচারের পথে অসম বাংলা সীমানার পাকড়িগুড়িতে অবৈধ কোরিয়ান সিগারেট ভর্তি কন্টেনার আটক করল বারবিশা ফাঁড়ির পুলিশ । মোট ১৬৯৩০ প্যাকেট সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ । যার আনুমানিক মূল্য চল্লিশ লাখ টাকা ।
শুক্রবার দুপুরে অসম থেকে বাংলায় প্রবেশ করার পর কন্টেনারটি আটক করে পুলিশ । চালকের কথায় অসংলগ্নতা থাকায় গাড়িটি খুলে তল্লাশি চালায় পুলিশ । তল্লাশিতে ওই বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার হয় । গ্রেফতার করা হয় বিহারের বাসিন্দা গাড়ির চালক ভোগেন্দ্রা যাদব কে। তাকে আগামীকাল আলিপুরদুয়ার আদলতে তোলা হবে।