মালদা, ১১ মার্চ : তিন বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে দিনের বেলাতেই হত্যার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে । এমনটাই ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া গ্রামে। মৃত শিশু কন্যার নাম জুলি খাতুন। বয়স তিন । ঘটনায় প্রকাশ পশ্চিমপাড়ার বাসিন্দা আবুল কাশেম ওরফে নুনু তার দুই স্ত্রী। দীর্ঘদিন ধরে এই দুই স্ত্রীর মধ্যে ঝামেলা। ছোট স্ত্রী দুলালী বেবি একটি শিশু সন্তান ছিল। কিন্তু আবুল কাশেম ছোট স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় । তার শিশুকন্যাটিকে তার প্রথম স্ত্রী রেজি বিবি ও আবুল কাশেম মিলে তার কাছ থেকে ছিনিয়ে নেয়। তাদের হেফাজতে রাখে। বহু আবেদন করেও দুলালী বিবি তার শিশু কন্যাকে ফেরত পায়নি বলে অভিযোগ । এদিকে তিনি অন্য জায়গায় বিয়ে করে নিলেও ক্রমাগত শিশুকন্যাকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকেন। আজ সকালে শিশুটি মলত্যাগ করলে আবুল কাশেমের বড় বউ রেজি বিবি গলায় পা দিয়ে শিশুটি শ্বাসরোধ করে মেরে ফেলে। দুলালী খাতুন এর চিৎকার শুনে পাড়ার লোক ছুটে এলে রেজি বিবি পালানোর চেষ্টা করে । গ্রামের লোকেরা তাকে হাতেনাতে ধরে ফেলে। শিশুটিকেও বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে শিশু কন্যাটির মৃত্যু হয় । গ্রামের লোকেরা পুলিশকে খবর দেয়। আটক করা হয় আবুল কাশেম সহ তার স্ত্রী রেজি বিবিকে।
হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।