শিলিগুড়ি , ১৪ জানুয়ারী : সোমবার রাতে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ীতে পরিবহন দপ্তর হানা দিয়ে দুটি সিমেন্ট বোঝাই গাড়ি আটক করে l পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রয়োজনীয় নথিপত্র ওই দুটি ট্রাক চালক দেখাতে না পারায় তাদের গাড়িটি আটক করা হয় l গত কয়েকদিন ধরেই ওভারলোডিং এর অভিযোগ আসছিল পরিবহন দপ্তরের কাছে l সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পরিবহন দপ্তর দুটি সিমেন্ট বোঝাই গাড়ি আটক করে।