মালদা , ২৮ অক্টোবর : প্রায় চার লক্ষ টাকা মূল্যের চোরাই মোবাইল পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ । বৃহস্পতিবার সকালে মহদীপুর এলাকার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়েই পণ্যবাহী কোন এক লরির মাধ্যমেই ওই চোরাই মোবাইল গুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত যুবক বলে জানিয়েছে পুলিশ । কিন্তু তার আগে পুলিশ অভিযান চালিয়ে দশটি নামিদামি কোম্পানির চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ ।
ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন , ধৃতের নাম সামিউল শেখ । তার বাড়ি ইংরেজবাজার থানার মহারাজপুর এলাকায় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দশটি চোরাই মোবাইল । বিভিন্ন নামিদামি কোম্পানির এই চোরাই মোবাইল গুলি সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত ওই যুবক । উদ্ধার হওয়া চোরাই মোবাইলগুলির বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা । কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয় । এই ঘটনার পেছনে আরও কারা জড়িত রয়েছে সে ব্যাপারেও তদন্ত শুরু করা হয়েছে ।