শিলিগুড়ি , ১৩ মে : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বড় সাফল্য । পাচারের আগে উদ্ধার বিপুল পরিমানের গাঁজা ও নগদ ৩৪ লক্ষ ৪০ হাজার ৮০০ টাকা। গ্রেপ্তার এক মহিলা সহ মোট ২ জন ।
এদিন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সুকান্তপল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা সহ ২ জনকে আটক করা হয়। রিমান্ডে নিয়ে এই বিষয়ে তদন্ত করে এই পাচার চক্রের মূল পান্ডাকে ধরা হবে বলে জানান পুলিশ আধিকারিক ।