মালদা , ২২ জুন : ব্রাউন সুগার সহ বিহারের দুই পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ইংরেজবাজারের যদুপুর গাবগাছি এলাকায় পুলিশ অফিসার আনসারুল হকের নেতৃত্বে নাকা চেকিং করার সময় পুলিশ বিহারের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম , মহম্মদ আজাজ (৩০) এবং মহম্মদ সাকিব (৩২) । ধৃত দুই জনেরই বাড়ি বিহারের পূর্ণিয়া এলাকায় । ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৬০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ কিছু টাকা । বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।