শিলিগুড়ি , ২ অক্টোবর : ফের ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে মাদক সহ গ্রেপ্তার ২ । গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পানিট্যাঙ্কিতে অভিযান চালিয়ে ১২৫ গ্রাম ব্রাউন সুগার সহ উদেব রায় (৩৯) ও কমল মহন্ত (২৪) কে গ্রেপ্তার করে । ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে । উদ্ধার মাদকের বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।