শিলিগুড়ি , ১৯ জুন : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ( এসওজি ) এবং বাগডোগরা থানার পুলিশের তরফে চলা যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার । ঘটনায় একসঙ্গে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা মহম্মদ অজিত এবং শুভঙ্কর ঘোষ । দু’জনেই শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বাসিন্দা । শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠান হয় ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাঙ্গাপানি রেলগেট সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ । জিজ্ঞাসাবাদ পর্বে ধৃতরা মাদক পাচারের কথা স্বীকার করে নেয় । এরপরই ধৃত মহম্মদ অজিতের বাড়িতে অভিযান চালায় পুলিশ । সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২৯০ গ্রাম ব্রাউন সুগার । এছাড়াও ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা সহ ৫ টি মোবাইল , ৩ টি পরিমাপক যন্ত্র এবং একটি বাইক ।