শিলিগুড়ি , ২৩ জুন : গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ বুধবার রাতে জংশন এলাকায় একটি পিস্তল ও কার্তুজ সহ ২ যুবককে গ্রেপ্তার করে ।
ধৃত দু’জনের নাম পঙ্কজ মাহাতো ও শিবা বর্মন । ধৃতদের বাড়ি রতনলাল ব্রাহ্মণ বস্তি এলাকায় । পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা এলাকায় কাউকে ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করার ছক কষেছিল । বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । তবে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রধান নগর থানার পুলিশ।