শিলিগুড়ি , ২৪ মে : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপের বড় সাফল্য । ৩০ হাজার নেশার জন্য ব্যবহারকারী ট্যাবলেট সহ গ্রেপ্তার ২ ।
গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জটিয়াখালি ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন্স গ্রুপ । সূত্র মোতাবেক অভিযান চালিয়ে আটক করা হয় এক লরি চালককে । জিজ্ঞাসাবাদ করতে তাদের হেফাজত থেকে বেরিয়ে আসে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট । ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয় খালাসী ও চালককে ।
ধৃতদের নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় স্পেশাল অপারেশন্স গ্রুপের আধিকারিকরা । ধৃতদের দু’জনেই মুর্শিদাবাদের বাসিন্দা । ধৃতদের নাম কুরবান ফরাজী ও মহাসিন শেখ । ধৃতরা এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট অসম ডিমাপুর থেকে নিয়ে মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল । আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পাশাপাশি এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।