শিলিগুড়ি , ২২ এপ্রিল : নেপাল পাচারের আগে পেঙ্গোলিন সহ গ্রেপ্তার ৪ । নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ে রাস্তায় চারচাকার গাড়ি থেকে পেঙ্গোলিন উদ্ধার করে এসএসবি ৪১ ব্যাটেলিয়ান।
ঘটনায় গাড়ির চালক সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতরা হল ফিরোজ খান , ঝরিয়া হেমব্রম , ইক্রামুল হক, অমিত বসুমাতা । ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।